অবিলম্বে তাপসী তাবাসসুম উর্মিকে পূর্বদায়িত্বে পুনর্বহাল করা হোক।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেয়া রিসেট বাটন চাপার ব্যাখ্যা অনুযায়ী, প্রধান উপদেষ্টা বাংলাদেশের ‘গৌরবের ইতিহাস’ মুছে ফেলার কথা বলেননি।

এই যুক্তি অনুসারে, তাপসী তাবাসসুম উর্মিকে বরখাস্ত করার কোনো ভিত্তি থাকতে পারে না। উর্মি বলেছিলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে কোনো দল করা লাগে না। অর্থাৎ, শফিকুল আলম যে ‘গৌরবের ইতিহাস’ এর কথা বলছেন, সে ব্যাপারে উর্মির বক্তব্য সরকারের অফিসিয়াল অবস্থানের সাথে সাংঘর্ষিক নয়।

উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুসারে, অর্থাৎ, অসদাচরণের অভিযোগে৷ শফিকুল আলমের ব্যাখ্যার পর অভিযোগটি আর ধোপে টেকে কি?

সুতরাং, তাপসী তাবাসসুম উর্মিকে বরখাস্তের আদেশ প্রত্যাহার না করার কোনো যুক্তি থাকতে পারে না। যদি সেটা না করা হয়, তার অর্থ হচ্ছে ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তাকে হয়রানি করা হচ্ছে। এর ফলে রিসেট বাটনের মূল ন্যারেটিভ যে মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান তা প্রতিষ্ঠিত হবে।।

অবিলম্বে তাপসী তাবাসসুম উর্মিকে পূর্বদায়িত্বে পুনর্বহাল করা হোক।

#ATeam 20241026
@top fans



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *