বাংলাদেশের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে #জেনোসাইড নিয়ে কাজ করা মার্কিন সংস্থা দ্যা লেমকিন ইন্সটিউটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়,
❝অতীতে জেনোসাইডের সাথে সম্পৃক্ত ছিলো এমন রাজনৈতিক দল বা মতাদর্শিকগণ যদি ক্ষমতায় ফিরে আসে, ইতিহাস পুনঃলিখন করে, জেনোসাইড থেকে বেঁচে যাওয়া মানুষ ও বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্তদের লক্ষ্যবস্তুতে পরিনত করে এবং এসব কিছুতে যদি আন্তর্জাতিক সম্প্রদায় ভাবলেশহীন থাকে তাহলে জেনোসাইড থেকে বেঁচে যাওয়া কোন মানুষই কোথাও নিরাপদ নয়। এমনকি ঘটনা ঘটে যাওয়ার অনেক বছর পরও।
অন্তর্বতী সরকারের সদস্য ও মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী উন্মত্ত জনতার কিছু কর্মকাণ্ডে- আওয়ামী লীগ, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও অন্যান্য ধর্মীয় সংখালঘুদের বিরুদ্ধে জেনোসাইড ঘটানোর অভিপ্রায়ের সুস্পষ্ট চিহ্ন ফুটে উঠেছে।❞
মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারদের #হয়রানি করার বিষয়ে সাম্প্রতিক প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা হুমকি ও অবমাননাকর মন্তব্যের শিকার হচ্ছে। বাংলাদেশের #গণহত্যা ও #নির্যাতন জাদুঘর (খুলনা), মেট্রোপলিটন মুক্তিযুদ্ধ জাদুঘর (চট্টগ্রাম), #বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর (ঢাকা) এবং #ইন্দিরা গান্ধী কালচালারাল সেন্টারসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে #ভাংচুর, #অগ্নিসংযোগ ও #লুটপাটের মাধ্যমে এই উদ্বেগ আরও তীব্র হয়েছে। পশ্চিমে #নব্যনাৎসি এবং নব্য-ফ্যাসিস্টদের অনুরূপ #নব্যরাজাকার উপাদানগুলোর উত্থান বাংলাদেশে ন্যায়বিচার এবং স্বাধীনতার মূল্যবোধের জন্য একটি গুরুতর হুমকি সৃষ্টি করেছে। এই বিরক্তিকর প্রবণতা সংস্কারবাদী বর্ণনার বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কতার ওপর জোর দিচ্ছে। সেইসঙ্গে #মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্য সংরক্ষণের ওপরও গুরুত্বের আরোপের আহ্বান জানাচ্ছে।
#ATeam 20241023
@top fans