মজার ব্যাপার হলো বাংলাদেশে যে মোবাইল কোম্পানিটির এত বড় ব্যবসা, তারা কিন্তু পৃথিবীর অন্যদেশে বিশেষ করে এশিয়াতে মোবাইল ফোনের ব্যবসায় এত সফল নয়, ইউরোপেও নয়। অনেক দেশে ব্যবসা শুরু করে এরা সেখান থেকে সেটা গুটিয়ে চলেও গিয়েছে। এশিয়ার থাইল্যান্ড ও মালয়শিয়াতে টেলিনরের ব্যবসা ছিলো, সেখানে তারা স্থানীয় কোম্পানীর সঙ্গে একীভূত হয়েছে। ভারতেও এটা তেমন সুবিধা করতে পারে নাই। এই কিছুদিন আগেও পাকিস্তানে তারা স্থানীয় অংশীদারের কাছে তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে।

বাংলাদেশে কী এমন মধু তাদের?

যাদের কাজ এসব জনগনকে জানানোর, মানে মিডিয়া ও সাংবাদিকদের, এখানে তাদের ভূমিকা কী? মিডিয়া তো গ্রামীণফোনের বিজ্ঞাপন পেয়ে তথা আর্থিকভাবে সুবিধা পেয়ে সেসব দুর্নীতি ও কর ফাঁকির ব্যাপারে একেবারেই চুপ। যাকে বলে একেবারে স্পিকটি নট!

দেখুন বিস্তারিত…

#ATeam 20241022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *