এসেছে ফিরে আবার পুরনো শকুন,

ধরেছে খামচে লাল সবুজের পতাকা!

রক্তে কেনা স্বাধীন দেশকে, ওরা

ফের করে ছেড়েছে মৃত্যু উপত্যকা!

ওরা কেড়েছে কত প্রাণ,

আর মা বোনের সম্মান;

আর কত রক্ত ঝরলে, হবে

এই কালরাত্রির অবসান?

ভোরের আলো ফিরে আয়,

এই কালোরাতের আঁধার চিরে!

রক্তে কেনা স্বাধীনতা মোদের,

আবার আসুক ফিরে!

দেশের জন্যে লড়বো ফের

মুক্তিযুদ্ধের চেতনায়,

দেশদ্রোহীদের ঠাঁই হবে না

আমার সোনার বাংলায়।

বলছে ওরা রিসেট বাটন চেপে,

অতীত নাকি দেবে মুছে;

দেশ নাকি স্বাধীন হয়েছে

একাত্তরে নয়, চব্বিশে!

তিরিশ লক্ষ প্রাণ আর চার লক্ষ সম্ভ্রম,

ওদের কাছে তুচ্ছ এসব, মিথ্যে নাকি সবই!

একাত্তরের ইতিহাস মুছতে ভাঙছে ওরা,

মুক্তিযুদ্ধের ভাস্কর্য আর বঙ্গবন্ধুর ছবি!

বাংলা মায়ের সন্তান আমরা,

সইবো না দেশমাতৃকার অপমান।

এই মাটির জন্যে লড়বো ফের, এক হয়ে

বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, আর খ্রিস্টান!

ভোরের আলো ফিরে আয়,

এই কালোরাতের আঁধার চিরে!

রক্তে কেনা স্বাধীনতা মোদের,

আবার আসুক ফিরে!

দেশের জন্যে লড়বো ফের

মুক্তিযুদ্ধের চেতনায়,

দেশদ্রোহীদের ঠাঁই হবে না

আমার সোনার বাংলায়।।

Lyrics & Composition:

Crack Platoon Reloaded

(CPR)

#ATeam 20241019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *