“মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর পক্ষে বলতে কোনো দল করা লাগে না। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ প্রশ্নে কোন আপোষ নেই। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর পক্ষে বলতে গিয়ে যদি আমার চাকুরীও চলে যায়, চলে যাবে, তাতে আমার কিছু যায় আসেনা।”
– তাপসী তাবাসসুম উর্মি, কোটি বাঙালির কন্ঠস্বর
তাপসীর সকল বক্তব্য ইউনূস শাহীর উপদেষ্টা মন্ডলির একাধিক সদস্য দিয়ে এসেছে, সেটা দেখানো যাবে। ইউনূস শাহী তাদের কী শাস্তি দিবে?
তাপসীর স্বপদের পুনর্বহাল চাই। ফ্যাসিবাদ নিপাত যাক, বাক স্বাধীনতা মুক্তি পাক।
#ATeam 20241017
Take a bow #tapasheetabassumurmi
Stand With #tapasheetabassumurmi
#Stand_with_tapasheetabassumurmi