জ্বলছে সারা বাংলাদেশ

আর পুড়ছে মায়ের আঁচল,

বসে বসে কি দেখেই যাবে,

আর কেবল ফেলবে চোখের জল?

লাঞ্ছিত আজ বীর মুক্তিযোদ্ধারা

অপমানিত জাতির পিতা;

কাঁদছে শোনো বীরাঙ্গনারা আর

আমরা হারিয়েছি রক্তে কেনা স্বাধীনতা!

তবুও বসে বসে কি দেখেই যাবে,

আর কেবল ফেলবে চোখের জল?

গর্জে ওঠো, করো প্রতিবাদ; রুখে দাঁড়াও, গড়ো প্রতিরোধ,

বীরের রক্ত তোমার শরীরে, তোমার কীসের ভয়?

বলো, জয় বাংলা, জয় বাংলা,

বাংলার জয়!

বলো, জয় বাংলা, জয় বাংলা,

বাংলার জয়!

দেশের শত্রুরা কেড়েছে আমার

ভাইয়ের প্রাণ আর বোনের সম্মান,

বীর মুক্তিযোদ্ধার সন্তান আমি

কী করে সইবো এ অপমান?

লালন সাঁই-এর বাংলায় নাকি

আজ গান গাওয়া মানা;

রবি ঠাকুর আর কাজী নজরুলের বাংলায় নাকি

জায়েজ মাজার আর মন্দির ভাঙা!

বীর মুক্তিযোদ্ধার সন্তান আমি

কী করে সইবো এ অপমান?

গর্জে ওঠো, করো প্রতিবাদ; রুখে দাঁড়াও, গড়ো প্রতিরোধ,

বীরের রক্ত তোমার শরীরে, তোমার কীসের ভয়?

বলো, জয় বাংলা, জয় বাংলা,

বাংলার জয়!

বলো, জয় বাংলা, জয় বাংলা,

বাংলার জয়!

বাংলার মাটি রক্তে রাঙা,

লাখো শহীদের রক্তে কেনা;

এ মাটির জন্যে ফের লড়বো,

দেশের শত্রুকে ঠাই দেবো না!

গর্জে ওঠো, করো প্রতিবাদ; রুখে দাঁড়াও, গড়ো প্রতিরোধ,

বীরের রক্ত তোমার শরীরে, তোমার কীসের ভয়?

বলো, জয় বাংলা, জয় বাংলা,

বাংলার জয়!

বলো, জয় বাংলা, জয় বাংলা,

বাংলার জয়!

#ATeam 20241013

2 thoughts on “গর্জে ওঠো, করো প্রতিবাদ; রুখে দাঁড়াও, গড়ো প্রতিরোধ …”
  1. এ-টিম থেকে যে কটা গান আপলোড করা হয়েছে সবকটা গান চমৎকার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *