সালেহউদ্দিনের ডিম

ডিম নিয়ে দেশ তোলপাড়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিনের মন্তব্য ভাইরাল- “আমিতো মেশিন দিয়ে ডিম বানাইতে পারব না”। কিন্তু, কি পারতে পারতেন তিনি একটু দেখি-

১. দেশে নাকি দৈনিক পাঁচ কোটি ডিম উৎপাদন হত সেটা নাকি সাড়ে তিন কোটি হয়ে গেছে। কেন? অদক্ষতা? অব্যবস্থাপনা?

— ব্যর্থতা? অবশ্যই। এই যায়গাটা প্রচারের দাবি রাখে

২. আন্দোলনের নামে ২ মাসে ব্যাপক ধবংসযজ্ঞ চালানো হয়েছে। ব্যবসা বানিজ্য স্থবির, ধবংস হয়ে গেছে। উত্তরনের জন্যে আমরা কোন পরিকল্পনা দেখেছি?

— না। কেন না? উওর, পারেনা। অদক্ষতা, ব্যর্থতা।

৩. বন্যায় পোল্ট্রি শিল্পের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বন্যা উত্তর কোন দৃশ্যমান পুনর্বাসন, ক্ষতি কাটিয়ে উঠার পরিকল্পনা দেখেছি? কোন প্রনোদনার চেষ্টা করা হয়েছে? পোল্ট্রি ফিডের উচ্চমূল্য রোধে পরিকল্পনা ছিল?

— উত্তর: না। কেন না? অদক্ষ, আকর্মন্য। এদেরকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত এলকার ক্ষয়ক্ষতি দেখার কোন চেষ্টা পর্যন্ত করতে দেখি নাই।

৪. সিন্ডিকেট ভেঙ্গে দিবেন, চান্দাবাজি থাকবেনা, দ্রব্যমূল্য জনগনের হাতের মূঠায় থাকবে? ঘটেছে? কেন ঘটে নাই?

— ব্যর্থ ব্যবস্থাপনা, নিজেরাই চান্দাবাজিতে জড়িত হয়ে গেছে।

৫। টিসিবি, ওএমএস ও অন্যান্য পদ্ধতিতে কোন চেষ্টা হচ্ছে? কতটুকু হচ্ছে?

— সিদ্ধান্তহীনতা, ব্যবস্থাপনা ব্যর্থতা।

৬. অক্ষমদের ক্র‍য় ক্ষমাতায় সহায়তাকারি বয়স্ক ভাতা, বিধবা ভাতা চলছে?

— মনে হয় না। রিভিউয়ের নামে বিভিন্ন ভাতা পেন্ডিং করে রেখেছে।

৭. পরিবহন চান্দাবাজি কমেছে?

— কমে নাই। নতুন দখল আর চান্দাবাজি বেড়েছে।

৮. পরিবহন বান্ধব কোন জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে? ডিজেলের? যা দিয়ে মাল পরিবহনের বেশিরভাগ গাড়ি চলে?

— না। দাম কমানো হয়েছেছে বড়লোকদের গাড়ির জ্বালানি পেট্রোল-অকটেনের।

৯. শেয়ার বাজার জালিয়াতি, ট্যাক্স মওকুপ, যেমন গ্রামীণ ব্যাংক, ইত্যাদির ইনফ্লেশনের উপর প্রভাব আছে?
— অবশ্যই আছে।

১০. বিদেশ পাচার হওয়া কয় টাকা ফেরত এনেছি? কী উদ্যোগ নিয়েছি?

— কেউ জানেনা। অর্থ উদ্ধার করা গেলে প্রানীজ ও কৃষিখাতে প্রনোদনার ব্যবস্থা হত।

এত কিছু করতে পারি নাই কিন্তু একটি কাজে খুব দ্রুত সাফল্য অর্জন করার দিকে এগিয়ে যাচ্ছি, সেটা হল শেখ মুজিবের ছবি বাদ দিয়ে টাকা ছাপানোর কাজটি। এত প্রতিহিংসা মনে?

অযোগ্য, অদক্ষ, অকর্মন্য লোকের প্রতিহিংসায় দেশ ধবংস হয়, উন্নতি হয়না কিছুই। আপনি বা আপনারা কোথায় দক্ষ এই দুই মাসেই দেশের জনগণ তা জেনে ফেলেছে। আপনাদের অভাবনীয় দক্ষতায় দেশের উন্নয়নের সকল সূচকের গন্তব্য হতে যাচ্ছে- গোরস্থান!

এ আজাদী ঝুটা হ্যায়। দুই নাম্বার লোকদের দ্বারা মেটিকুলাসলি প্ল্যানড আজাদী দুই নাম্বার হতে বাধ্য। RIP বাংলাদেশ! তোমার জন্যে সমবেদনা।

#ATeam 20241036

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *