বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান;

ওদের অধিকার আজ তোরা রাখলি কোথায় বল?

অসামপ্রদায়িক বাংলাদেশে কেন ওরা নির্যাতিত,

কেন আজ ওরা ফেলছে চোখের জল?

ধর্ম ছিলো যার যার, দেশটা ছিলো সবার।

তবে আজ কেন সবকিছুই সংখ্যাগরিষ্ঠদের একার?

জেনে রাখ, বাংলা মায়ের সন্তানেরা

সইবে না তোদের অনাচার।

প্রয়োজনে লড়বে আবার,

রাখতে সবার অধিকার!

মুক্তিযুদ্ধের বাংলাদেশ কারো একার না;

সব ধর্মের, সব বর্ণের, সবার।

প্রিয় এই মাতৃভূমিতে ঠাই পাবে না

তোদের মতো নব্য রাজাকার!

ভেঙেছিস তোরা কত মন্দির,

আর জ্বালিয়েছিস কত ঘরবাড়ি;

আজ কান পাতলেই কেবল শুনি

কান্না আর ঘরহারাদের আহাজারি!

তাদের মন্দিরের পাহারাদার সেজে

করেছিস তাদেরই অপমান;

তাদের পূজোর মন্ডপ জুড়ে

গেয়েছিস আগ্রাসনের গান!

জেনে রাখ, বাংলা মায়ের সন্তানেরা

সইবে না তোদের অনাচার।

প্রয়োজনে লড়বে আবার,

রাখতে সবার অধিকার!

মুক্তিযুদ্ধের বাংলাদেশ কারো একার না;

সব ধর্মের, সব বর্ণের, সবার।

প্রিয় এই মাতৃভূমিতে ঠাই পাবে না

তোদের মতো নব্য রাজাকার!

হিন্দু, মুসলমান, বৌদ্ধ আর খ্রিস্টান,

এক হোক মায়ের চোখের জল মোছাতে।

বাংলা মায়ের সন্তানেরা আবার

মিলেমিশে থাকুক একসাথে…

Lyrics & Composition:

Crack Platoon Reloaded (CPR)

#ATeam 20241055

0 thoughts on “ধর্ম ছিলো যার যার, দেশটা ছিলো সবার…”
  1. Dating between men and women has evolved with technology and shifting gender roles, donation more opportunities but also hip challenges.
    https://gayblowjob.tv/

    The Digital Caftan
    Online dating apps like Tinder and Bumble make connecting easier but can feel overpowering satisfactory to too many choices. Women take gained more charge, such as initiating conversations on Bumble, reflecting broader gender equality.

    Challenges in Dating
    Ghosting and Relaxed Dating: Far-sighted exits and occasional encounters are general, best to confusion.
    Expectations: Miscommunication far commitment can cause frustration.
    Pressure: Societal media creates delusional expectations of finding the correct partner.
    Gender Stereotypes: Bygone stereotypes round dating roles silent stay alive, complicating things.
    Keys to Healthful Relationships
    https://hentai0day.com/

    Communication: Unbarred, square conversations build trust.
    Veneration and Congruence: Valuing each other as equals fosters balance.
    Diligence: Bewitching delay to body connections reduces pressure.
    Looking Vanguard
    As dating continues to evolve with technology, the fundamentals of veneration, communication, and patience cadaver basic in place of lasting relationships.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *