দরবার বসেছে অটোপাশের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের সাথে। আন্দোলনকারিদের মধ্যে আবার একাধিক গ্রুপ। রাজা এক এক করে শুনছেন। প্রথম গ্রুপের সাথে আলোচনা চলছে। এরা কয়েক সাবজেক্ট পরীক্ষা দিলেও অটোপাশ আসেনি।

রাজা: তোমরা হৈচৈ কইরো না, শান্ত হও। তোমরা আমার নিয়োগকর্তা, তোমাদের দাবী মানতে আমি বাধ্য।

ছাত্র প্রতিনিধি: বৈষম্যমূলক ফলাফল মানি না, কেউ পাশ কেউ ফেল তা হবে না, তা হবে না।

রাজা: দেখো বাবারা, তোমাদেরকে অটোপাশ দিতে আমার আপত্তি নেই, কিন্তু যারা অলরেডি কয়েক সাবজেক্ট পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের কি হবে? কিভাবে তাদেরকে আলাদা করবো? নাহলে তারাও আবার আন্দোলনে নামবে যে!

  • তারা হাফ অটোপাশ, আমরা ফুল অটোপাশ।
  • গুড আইডিয়া। যাও, দাবি মঞ্জুর।

প্রথম গ্রুপ আনন্দ স্লোগান দিতে দিতে বের হয়ে গেল–
ইনুচ খলিফার সরকার, খাজা বাবার দরবার
খাজা বাবার দরবার, বার বার দরকার।

দ্বিতীয় গ্রুপ প্রবেশ করলো,

  • তোমরা কোন গ্রুপ?
  • আমরা বহিস্কার গ্রুপ।
  • বহিস্কার গ্রুপ?! বুঝায়ে বলো।
  • আমরা পারষ্পরিক সহযোগিতায় সাম্যের ভিত্তিতে পরীক্ষা দেয়া কালে ফ্যাসিবাদী সরকারের শিক্ষকরা আমাদেরকে বহিস্কার করেছিলো।
  • বুঝছি। কিন্তু তোমাদের অটোপাশ সনদকে অন্যদের থেকে আলাদা করবো কিভাবে? অটোপাশ (বহিস্কার) লিখে দেই?
  • বহিস্কার শব্দটা অসম্মানজনক মহারাজ। এটারে একটু সংক্ষেপ করে “অটোপাশ (বহি:)” করে দেয়ার দাবি জানাচ্ছি।
  • দাবী মঞ্জুর।

পরের গ্রুপ প্রবেশ করতেই উপদেষ্টা জানতে চাইলেন,

  • তোমরা কোন গ্রুপ
  • অনুপস্থিত গ্রুপ
  • অটোপাশ (অনু), চলবে?
  • চলবে স্যার।

এই গ্রুপ বিদায় হওয়ার পর প্রধান উপদেষ্টা দু’হাত প্রসারিত করে লম্বা শ্বাস টেনে উপস্থিত সভাসদকে বললেন, দেখলে? পৃথিবীতে কোনও সমস্যাই আসলে সমস্যা না। ইচ্ছে থাকলেই উপায় হয়। প্রধান উপদেষ্টার কথার ভেতরেই আরেকটা গ্রুপ দরবার হলে ঢুকে পড়লো,

  • আপনারা কারা? দেখে ত ছাত্র মনে হয় না!
  • হুজুর, আমরাও একদা ছাত্র ছিলাম। এখন অবসর প্রাপ্ত ছাত্র। ফ্যাসিবাদী সরকারের গত ১৬ বছরে লাগাতার ফেল করে করে ক্লান্ত হয়ে এখন অবসর নিয়েছি। অটোপাশ (অব:) চাই।
  • মঞ্জুর।

সবাই খুশীমনে দরবার ছেড়ে বের হয়ে যাচ্ছেন। সর্বশেষ জন (মহিলা) বের হবার কালে মাস্টারমাইন্ড হিজুর হাতে একটা চিরকুট গুঁজে দিয়ে বললেন,

  • আমার বাসার কাজের মেয়েটার বায়ো। কাজে কামে ভালো। একটু দেইখেন, সবাইরে দেয়ার পর অবশিষ্ট থাকলে মেয়েটারেও একটা দিয়েন.. অটোপাশ।

সবাই চলে গেল। হিজু চিরকুট উল্টেপাল্টে দেখছে, আর গভীরভাবে ভাবছে, কত কাল এ ছাত্ররা ফ্যাসিজমের কারনে এভাবে বঞ্চিত হয়ে আসছিলো!
রাজা ডেকে বললেন,

  • মাস্টারমাইন্ড, আমার ‘থ্রি জিরো’ পলিসিটা জানো?
  • জ্বী মহারাজ। জিরো আনএম্পলয়মেন্ট, জিরো পোভার্টি আর জিরো কার্বন এমিশন।
  • নতুন সংস্করণে থ্রি জিরোর পাশে পলিসিতে আরেকটা জিরো বসায়ে দাও, জিরো ফেইল।

#ATeam 20241056

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *