Ⓐ আসিফ নজরুল কি আপনার অরিজিনাল নাম?
➤ না, ডুপ্লিকেট। অরিজিনাল নাম ছিলো মোহাম্মদ নজরুল ইসলাম।
Ⓐ অরিজিনাল নাম থেকে মোহাম্মদ এবং ইসলাম বাদ দিয়ে কেবল নজরুল পিক করে পরবর্তীতে আসিফ নজরুল হলেন কেন জানতে পারি?
➤ ছোটবেলায় ভাবতাম, আহ, আমি যদি কবি হতাম! দিনরাত মানুষের জন্য কবিতা লিখতাম! বুঝতেই পারতেছেন, কবি নজরুলের প্রতি আমার বিশেষ দুর্বলতা থেকেই এই নামকরণ।
Ⓐ বলা হয়ে থাকে, একদা নাস্তিক মনোভাবাপন্ন হয়ে সুকৌশলে আপনি নিজ নাম থেকে মোহাম্মদ এবং ইসলাম বাদ দিয়ে আসিফ নজরুল নাম ধারণ করেছিলেন। কথা কি সত্য?
➤ দেখুন, মানুষ কত কিছুইনা বলে! ফোনালাপ ফাঁস করে বলে আমি চরিত্রহীন! তাই বলে কি আমি চরিত্রহীন?
Ⓐ না, না, আপনি চরিত্রহীন হবেন কেন? বরং যারা ফাঁস করেছে তারাই চরিত্রহীন, কি বলেন?
➤ জ্বী। ইতিহাস ঘাটলে আপনি আমার চরিত্রের গিরায় গিরায় নানান বৈচিত্র পাবেন।
Ⓐ কেমন?
➤ যেমন, ৯২ সালে গোলাম আজমের প্রতিকী বিচারে গঠিত গণআদালতের অন্যতম পরিশ্রমী সদস্য কে ছিলো জানেন?
Ⓐ কে?
➤ আমি।
Ⓐ মাই গুডনেস!
➤ দেলোয়ার হোসেন সাঈদীর রাজাকারি মুখোশ উন্মোচন করে পত্রিকায় প্রথম কে কলাম লিখেছিলো জানেন?
Ⓐ আপনি?
➤ হ্যা, আমি।
Ⓐ হোয়াট আ মুভ! উনাকেও খেয়ে দিলেন!
➤ আবার যুদ্ধাপরাধের বিচার চলাকালে জামাতের পক্ষে কে কথা বলেছে জানেন? আমি।
Ⓐ হোয়াট এ শার্প ইউটার্ণ! একেবারে যাকে বলে, সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো!
➤ তারপরে..
Ⓐ তারপরেরটা অবশ্য জানি। আপনি জামাত-বিএনপির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত আবাসিক বুদ্ধিজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বহুকাল।
➤ তা বলতে পারেন।
Ⓐ আর সেই কারণেই নিশ্চয়ই আপনি জামাত-বিএনপির যৌথ কোটায় বর্তমানে উপদেষ্টা হয়েছেন?
➤ না। এখানেও একটা বৈচিত্র আছে।
Ⓐ এনাদার মুভ? হিজু টাইপ কিছু?
➤ সময় হলেই জানতে পারবেন!
#ATeam 20241072