আওয়ামী লীগ করো?

ভাই, ১০ নভেম্বর কর্মসূচীর এমন ঘোষণা কিভাবে দিতে পারলেন নেত্রী? এইটা এই মুহূর্তের সরল জিজ্ঞাসা! আরে তাই তো! দেশে আওয়ামী লীগের লোকজন সব জান হাতে নিয়া পলাতক। গর্ত থিকা বাইর হইলেই সমস্যা, তাই না? ম্রা খাবে নাইলে জেলে যাবে! এরকম ঝুঁকি নেওয়া কি ঠিক হবে?

প্রশ্নের উত্তর দিতে ব্যাপুক সমস্যা। কারণ এই টাইপের প্রলাপ বকে দুধের মাছি আওয়ামী লীগ! কেনো? তারা নিরাপদ থাইকা আওয়ামী লীগ করতে অভ্যস্ত। তারা রিফিউজি হবে, শরণার্থী হবে, তারপর ফিরা নিজেরে ভিক্টিম বলবে। কিন্তু, লড়াই করবে না, নিজের অধিকারের জন্য লড়বে না! ফিনিক্স পাখীর মতো আওয়ামী লীগ কিভাবে ফিরলো তারে অনার করবা না?
আওয়ামী লীগ করো?

ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের লিগেসি কী? জানো তোমরা? জানো ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ এর ইতিহাস? জানো কি ১৯৮১ থেকে ১৯৯০ পর্যন্ত কীভাবে লাঠি গুলি টিয়ারগ্যাস আর জেল খাইটা পদে পদে আগাইছে আওয়ামী লীগ? জয়বাংলা শ্লোগান দিয়া ঢুইকাই ক্রিম খাইছো। দামী গাড়ী চড়ো, হেলিকপ্টার চইড়া বিয়া? তোমরা কীভাবে বুঝবা আওয়ামী লীগ কোন স্তম্ভের উপর দাঁড়ায়া? একেকটা ছাত্রলীগ আর আওয়ামী লীগ কর্মীর রক্তের উপর দাঁড়ায়া। জয় বাংলা বইলা মরছে সবাই, এটাই কলেমা।

হ, আপা ১০ নভেম্বর কর্মসূচী দিছে! ডরাইলা মাঝি? তুমি না নৌকার লোক? তোমার হাতে না নৌকা নিরাপদ? তাইলে ডরাও ক্যান? তুমি কি জানো না আওয়ামী লীগের ইতিহাসে ক্ষমতায় আসতে ব্যাকডোর নাই? জানো না, লীগ ক্ষমতায় বুক ফুলায়া আসে? সেনাবাহিনী কিংবা পরাশক্তিরে চুইষা দিয়া না? তোমার বিশ্বাস যোগ্যতা কী? কীভাবে মানুষ বুঝবে তুমি যোদ্ধা, মৌমাছি না? প্রমাণ করো ম্যান!

জনগণ বইলা একটা জিনিস আছে। এই মুহূর্তে ভুক্তভোগী। দ্য রিয়েল ভিক্টিম। তাদের কীভাবে প্রমাণ করবা যে একমাত্র আওয়ামী লীগ তাগো উদ্ধার করতে পারে? মাঠে নামতে হবে। ৫২’র রফিকের মতো নিজেরে বাজী রাখতে হবে, ৭১এর ৩০ লাখ শহীদের মতো। বাজী রাখতে হবে ২৫ মার্চ বঙ্গবন্ধুর মতো!

নাইলে কীভাবে ফিরবা বলো? টু আর্লি? আরো অপেক্ষা করতে চাও? তাইলে, এই জীবদ্দশায় আর হবে না? আওয়ামী লীগ এতো দিন তোমার সাইনবোর্ড ছিলো। অনেক কিছু করছো কিংবা করো নাই এটা ব্যবহার কইরা। কিন্তু, এই ব্যবহারের দাম আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কোনো ফাঁকা শ্লোগান না। সস্তা কিছু না! সেই দাম চুকাইতে হবে। ১০ নভেম্বর এই শ্লোগানে রাস্তা কাঁপাও। নাইলে রং পাল্টাও, পিতা বদলাও, আর কাউরে বাপ ডাকো।

আমরা মাইন্ড করবো না…

#ATeam 20241123

0 thoughts on “আওয়ামী লীগ করো?”
  1. Say thank you you for sharing this!
    https://thetranny.com

    It’s ever after exciting to see many perspectives on this topic.
    I increase the creation and charge put into this post – it provides valuable insights and for all gives me something to think about.
    Looking forward to more felicity like this!
    See also – https://twinkporn.one

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *