মুলা যাবে কার পেটে?

ট্রাম্প নির্বাচিত হওয়ার পর মহাজন কাকা সুর পরিবর্তন করে ২টি মুলা ঝুলিয়েছেন-

মুলা নম্বর ১ : রিসেট বাটন ড্রয়ারে লুকিয়ে ৪ বছরের মধ্যে নির্বাচনের ইঙ্গিত!

এই মুলাটি তিনি সরাসরি আমেরিকার জন্য ঝুলিয়েছেন। ট্রাম্পের আগামী ৪ বছর মেয়াদকাল তিনি এই মুলা দেখিয়ে নমনীয়ভাবে টিকে থাকতে চান।

মুলা নাম্বার ২: আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনে অংশগ্রহনের আমতা আমতা সম্মতি!

এই মুলাটি কাকায় সেট করেছেন মূলত: ভারতের জন্য। নিজস্ব অখন্ডতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারতের এখন সর্বোচ্চ অগ্রাধিকার বাংলাদেশের রাজনীতিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। সুতরাং অত্র মুলায় আশাবাদী হয়ে ৪ বছর ভারতও খুশী।

অন্যদিকে উভয় মুলাতেই বিএনপি খুশী। তারা ভাবছে, এখন দেশের অর্থনীতি খারাপ। ক্ষমতায় গেলে চাপে পড়তে হবে। বরং ৪ বছর কাকায় দেনদরবার করে বিদেশী ঋণ নিয়ে অর্থনীতি চাঙ্গা করুক, তারপর তারা গায়ে আতর মেখে ক্ষমতায় যাবে।

প্রশ্ন হলো, এই মুলাদ্বয়ের প্রকৃত ভাগীদার আসলে কে হবে?

আমেরিকার নিয়ম অনুযায়ী দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প আগামী ৪ বছর পর আর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই।

কাকার ব্যক্তিগত শত্রু ট্রাম্প ৪ বছর পর বিদায় নিলে কাকায় প্রথমে ঠান্ডা মাথায় মুলা দুটি নামাবেন। একটি গ্রামীন চেকের ঝকঝকা থলেতে ভরবেন। তারপর থলেটা বিএনপির হাতে ধরায়ে দিয়ে বলবেন, “নে, বাড়িতে নিয়ে রাইন্ধা খা, আর দূষিত বায়ূ ছাড়।”

মাস্টারমাইডকে ডেকে বলবেন, হাঁ রে হিজু, আমার রিসেট বাটনটা যেন কই রাখলি?

#ATeam 20241176

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *